চীনের পূর্বাঞ্চলে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় উক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ভয়াবহ এক ছুরি হামলায় আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ ঘটায় সন্দেহভাজন একজন সাবেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় ফলাফল খারাপ করায় উত্তেজিত হয়ে এই হামলা চালায় উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ২১ বছর বয়সের এক তরুণ।

বিজ্ঞাপন

এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, “সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ওই তরুণ। এ কারণে সে খুব হতাশ ও ক্ষুব্ধ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে ক্ষোভের কারণেই শনিবার ক্যাম্পাসে গিয়ে হামলা চালিয়েছে সে।”

বর্তমানে ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছে। হামলার পর হতাহতদের দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলেও এএফপিকে জানিয়েছেন ওই কর্মকর্তা।

দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে একজন ব্যক্তি তার গাড়ি মানুষের ওপর দিয়ে চাপিয়ে দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় মারাত্মক হামলা। এসময় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছিলো।