আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দী বিনিময়
সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ৩০০ বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুই দেশের মধ্যে এ যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে থাকা দেড় শতাধিক জন ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হয়েছে। বিনিময়ে ইউক্রেনও সমসংখ্যক রুশ সেনাকে হস্তান্তর করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, রাশিয়ান বন্দিদশা থেকে আমাদের জনগণের মুক্তি আমাদের প্রত্যেকের জন্য খুব আনন্দের খবর। এবং আজ এমন একটি দিন: আমাদের সেনা বাহিনী ১৮৯ জন ইউক্রেনীয়কে দেশে ফেরত আনতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেছেন, বিনিময়ে ২০২২ সালে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে বন্দি হওয়া দুই বেসামরিক নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। একইসঙ্গে বিনিময় আলোচনায় সহায়তা করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মুক্তিপ্রাপ্ত যুদ্ধবন্দিদের বাড়িতে পাঠানোর আগে মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র প্রতিবেশী দেশ বেলারুশে মানসিক এবং অন্যন্য চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ৫৯তম বারের মতো বন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। এটি সবচেয়ে বেশি সংখ্যক বন্দিবিনিময়ের ঘটনাগুলোর একটি।