বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ইমরান খান
বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আসন্ন সফরে তাকে এ সম্মাননা পুরস্কার দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ সোমবার (৯ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ জুলিফকার বুখারি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জুলিফকার বুখারি বলেন, চলতি মাসের ১৫ তারিখে বাহরাইনের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ইমরান খান। সেখানে তাকে ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ সম্মাননা প্রদান করবেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।
গত আগস্টে বাহরাইন সরকারের একজন প্রবীণ কর্মকর্তা ইসলামাবাদ সফরকালে খানকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন বলেও জানান তিনি।
বাইরাইনের বাদশা দ্বিতীয় হামাদ ২০০৮ সালের ১৭ই এপ্রিল এ পুরস্কার চালু করেন। জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ পদক দেয়া হয়।
আগামী ১৫ ডিসেম্বর তিন দেশ সফরে বের হবেন ইমরান। প্রথমে তিনি বাহরাইন যাবেন। এরপর রোহিঙ্গাদের নিয়ে জেনেভার এক অনুষ্ঠানে যোগ দেবেন। আর মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তার সফর শেষ হবে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মাননা দেওয়া হয়। ২৪ আগস্ট রাজধানী মানামায় মোদীর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।