তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত ট্রাম্প!
মার্কিন ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্যরা। দীর্ঘ ৬ ঘণ্টা বিতর্কের পর স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভোট অনুষ্ঠিত দেশটির নিম্নকক্ষে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প থাকবেন কিনা, তা এখন সিনেটের ভোটে চূড়ান্ত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের উপর ভিত্তি করে ভোটাভুটি হয়। ট্রাম্পের বিরুদ্ধে আনিত অভিযোগের একটি হচ্ছে, অভিশংসন তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানো, সাক্ষ্য দিতে বিরত রাখা এবং প্রমাণাদি আটকে রেখে তদন্তের কাজকে বাধাগ্রস্ত করা। আর অন্য অভিযোগটি হচ্ছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে চাপ দেওয়া।
আরও পড়ুন: ট্রাম্পকে অভিশংসনে বিতর্ক শুরু
প্রথম অভিযোগের ক্ষেত্রে, অভিশংসনের পক্ষে ২৩০ ভোট পড়েছে এবং এর বিপক্ষে পড়ে ১৯৭ ভোট। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট। আগামী বছরের শুরুতেই অভিশংসনের প্রস্তাব যাবে উচ্চকক্ষে।
অভিশংসনের এই প্রক্রিয়া নিয়ে আগামী জানুয়ারিতে সিনেটে বিচার শুরু হবে। এদিকে ট্রাম্পের আগে মাত্র দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন। অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন। তবে সিনেটে তাদের কাউকে অপসারণ করা হয়নি।
আরও পড়ুন: অভিশংসন তদন্ত নিয়ে পেলোসিকে ট্রাম্পের চিঠি
ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধাদানের অভিযোগে গত শনিবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে অনুমতি দেয় দেশটির প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটি। ২৩-১৭ ভোটে অভিযোগটি অনুমোদন পায়।
ভোটগ্রহণ হওয়ার সময় ট্রাম্প মিশিগানে একটি প্রচারণা সমাবেশে বক্তব্য রাখছিলেন। তিনি তখন জনতার উদ্দেশ্যে বলেন, 'আমরা যখন কর্মসংস্থান সৃষ্টি করছি এবং মিশিগানের পক্ষে লড়াই করছি, তখন কংগ্রেসের উগ্রপন্থী বামরা হিংসা ও ঘৃণা ও ক্রোধের সঙ্গে গ্রাস হয়ে গেছে। আপনারা দেখুন কি চলছে।
আরও পড়ুন: ট্রাম্পের বিচার পরিকল্পনা প্রকাশ
অভিশংসন নিয়ে হোয়াইট হাউজ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সিনেটে ভোটাভুটির সময় ট্রাম্প নির্দোষ বলে অব্যাহতি পাবেন।
এদিকে বুধবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা অভিশংসনের প্রক্রিয়াটিকে হতাশ করার মত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে একটি ভোটের আহ্বান জানান।
আরও পড়ুন: অভিশংসন ইস্যু: শুনানিতে যাবেন না ট্রাম্প