করোনাভাইরাস: ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রতি দিল জি-২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনলাইন সামিটে জি-২০ দেশের নেতারা

অনলাইন সামিটে জি-২০ দেশের নেতারা

করোনাভাইরাসের কারণে বিশ্বের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত জোট জি-২০।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঐক্যবদ্ধ হয়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধের আহ্বান জানায় এ জোট।

বিজ্ঞাপন

জি-২০ ভুক্ত দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) সংস্কারেরও দাবি জানান।

জরুরি ভিত্তিতে অনলাইন সম্মেলনের পরে এক বিবৃতিতে করোনাভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী, সমন্বিত, বৃহত্তর ও বিজ্ঞানভিত্তিক লড়াইয়ের আহ্বান জানায় জি-২০ জোট।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়— আমরা এই সাধারণ হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

মহামারির সামাজিক, অর্থনৈতিক ও আর্থিক প্রভাব মোকাবিলায় বিশ্ব অর্থনীতির জন্য ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেয় ২০টি শিল্পোন্নত দেশের এই জোট।

বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিক্রিয়া বিশ্ব অর্থনীতিকে তার নিজ পায়ে ফিরিয়ে আনবে এবং চাকরির সুরক্ষা ও প্রবৃদ্ধি পুনরুদ্ধারের শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক জি-২০ দেশের সরকারগুলোকে দরিদ্র দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল।