প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন বার্নি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বাছাইয়ের দৌড় থেকে সরে দাঁড়ালেন সিনেটর বার্নি স্যার্ন্ডাস।

এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে জো বাইডেন ছাড়া আর কেউ রইলেন না ডেমোক্র্যাট পার্টিতে।

বিজ্ঞাপন

মার্চ মাসে নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়েন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নামা গণতান্ত্রিক সমাজতন্ত্রী বার্নি স্যান্ডার্স।

বুধবার (৮ এপ্রিল) তিনি প্রচার বন্ধের ঘোষণা দিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন।

বিজ্ঞাপন

যদিও নির্বাচনী ক্যাম্পেইন খুব জোরালোভাবে শুরু করেছিলেন বার্নি। নিউ হ্যাম্পশায়ার ও নেভাদায় জয়ের পর তিনি আইওয়াতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

তার নির্বাচনী প্রচারণাগুলোতে ডেমোক্র্যাট সমর্থকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে প্রগতিশীল বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে নেমে জনপ্রিয় হয়ে ওঠেন স্যান্ডার্স।

গতবারের নির্বাচনী প্রচারণায় বার্নি স্যান্ডার্সে ‘সবার জন্য মেডিকেয়ার’ ধারণা তুমুল সাড়া জাগায় এবং তাকে খুব দ্রুত জনপ্রিয় করে তোলে।