প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে সমর্থন জানালেন বার্নি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বার্নি স্যান্ডার্স ও জো বাইডেন

বার্নি স্যান্ডার্স ও জো বাইডেন

ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

সোমবার (১৩ এপ্রিল) অনলাইনে ভিডিও কলে যুক্ত হয়ে বাইডেনকে সমর্থন জানান তিনি।

বিজ্ঞাপন

বাইডেনের উদ্দেশে স্যান্ডার্স বলেন, আমি সকল আমেরিকানদের, প্রতিটি ডেমোক্র্যাটদের, প্রতিটি স্বাধীন মানুষকে এবং বহু রিপাবলিকানদেরও আপনার প্রচারণায় এগিয়ে এসে আপনাকে সমর্থন জানাতে বলছি। আমিও সমর্থন জানাচ্ছি।

এই সমর্থন ডেমোক্র্যাটিক পার্টির ভাঙনকে জোড়া লাগিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের একত্রিত করবে এবং বাইডেনের জেতার পেছনে অনেক বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন ডেমোক্র্যাট সমর্থকরা।

বিজ্ঞাপন

স্যান্ডার্স ও বাইডেন, ডেমোক্র্যাট দলীয় দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে প্রচারণার শুরু থেকেই সবার জন্য চিকিৎসা সেবার মতো নীতিগত বিষয় নিয়ে বিরোধ ছিল।

২০১৬ সালের নির্বাচনে স্যান্ডার্স হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু সেবারের চিত্র সম্পূর্ণ বিপরীত এবং তিক্ততাপূর্ণ ছিল।

বাইডেনের সাথে ভিডিও কলে অংশ নেওয়া স্যান্ডার্স বলেন, তাদের মধ্যে অনেক মতবিরোধ থাকলেও এই সমর্থনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ট্রাম্পকে পরাজিত করা।

তিনি বলেন, ট্রাম্পকে শুধু এক মেয়াদের জন্যই প্রেসিডেন্ট রাখতে যা করা প্রয়োজন আমি তাই করব।