ইরানের গানবোটে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের গানবোট সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে হয়রানি করলে প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির নৌ বাহিনীকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এক টুইট বার্তায়  বলেন, সাগরে আমাদের কোনো জাহাজকে হয়রানি করলে ইরানের গানবোট লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশনা দিয়েছি নৌ বাহিনীকে।

বিজ্ঞাপন

ট্রাম্পের এ নির্দেশনা নৌ বাহিনীকে এখনও সুস্পষ্ট করে জানানো হয়নি।

গত সপ্তাহে পারস্য উপসাগরে মার্কিন নেভি ও কোস্ট গার্ড বাহিনীর জাহাজগুলোকে হয়রানি করতে ইরান এক ডজন গানবোট পাঠায়- এরই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিলেন।

বিজ্ঞাপন

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এসব ১১টি গানবোট যুক্তরাষ্ট্রের জাহাজের একেবারে কম দূরত্ব দিয়ে এবং দ্রুত গতিতে বার বার অতিক্রম করে। এ সময় ইরানের গানবোটগুলোকে যুক্তরাষ্ট্রের জাহাজের ১০ গজের মধ্যে দিয়েও যেতে দেখা যায়।

এ সময় যুক্তরাষ্ট্রের নৌ ও কোস্ট গার্ড বাহিনীর জাহাজগুলো অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টারের সাহায্যে উপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় অভিযান পরিচালনা করছিলো। ইরানের গানবোটগুলো সমুদ্রে জাহাজ চালানোর রীতি ও আইন ভঙ্গ করেছে।

সূত্র: বিজনেস ইনসাইডার