সাজা হিসেবে ‘বেত্রাঘাত’ বিলোপ করলো সৌদি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদিআরবে সাজা হিসেবে ‘বেত্রাঘাত’ বিলোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সৌদি ভিত্তিক আরব নিউজ জানায়, মানবাধিকার কর্মকর্তা, আইনজীবি এবং সাধারণ সৌদি নাগরিকেরা আদালতে বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাতের বিলোপকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

শনিবার দেশেটির সর্বোচ্চ আদালত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই সাজা বন্ধের সিদ্ধান্ত নেয়।

সৌদি মানবাধিকার কমিশন (এইচআরসি) জানিয়েছে, অপরাধীকে এখন চাবুক দিয়ে শাস্তি দেওয়ার বিপরীতে জরিমানা বা কারাদণ্ড দেওয়া হবে। একইসঙ্গে শাস্তি হিসেবে কার্যকরভাবে বেত্রাঘাত দূর করার জন্য সুপ্রিমকোর্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি মানবাধিকার কমিশন। এই গুরুত্বপূর্ণ সংস্কারটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি মানবাধিকার কমিশনের সভাপতি ড: আওয়াদ বিন সালেহ আল-আওয়াদ বলেন, এই সংস্কারটি সৌদি আরবের মানবাধিকার এজেন্ডাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। 

আবদুল্লাহমান আল্লাহিম নামে এক আইনজীবী আরব নিউজকে বলেন, বিচার বিভাগে এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত।

সোশ্যাল মিডিয়ায় সৌদি নাগরিকরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মুনিফ আল-মুনিফ নামে একজন বলেছেন, বেত্রাঘাত সৌদি আরবের মতো রাষ্ট্রের জন্য অনুচিত বাক্য। আমি মনে করি, আমাদের বিচারিক অভিধান থেকে এই শাস্তি বাতিল করা একটি ঐতিতিহাসিক সিদ্ধান্ত।