ধীরে কিন্তু সুস্থিরভাবে বাড়ছে আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ চাহিদা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধীরে কিন্তু সুস্থিরভাবে বাড়ছে আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ চাহিদা

ধীরে কিন্তু সুস্থিরভাবে বাড়ছে আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ চাহিদা

করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউন শিথিল করতে শুরু করায় অভ্যন্তরীণ বিমানের চাহিদা ধীরে কিন্তু সুস্থিরভাবে বাড়তে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনকর্পোরেশন একথা জানিয়েছে।

বিজ্ঞাপন

এপ্রিলের তুলনায় মে মাসের শেষ সপ্তাহে তারা গড়ে প্রতিদিন ৩২ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছে। ভ্রমণের মৌসুম গ্রীষ্ম চলে আসায় এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে দেওয়ায় যাতায়াত বৃদ্ধি পেয়েছে বলে তাদের ধারণা। 

এই আমেরিকান যাত্রীবাহী বিমান সংস্থা মে মাসে তাদের অভ্যন্তরীণ ফ্লাইট সংখ্যা ৮০ শতাংশ কমিয়ে আনে। তারা জানিয়েছে, গত বছরের তুলনায় জুলাইয়ে তারা তাদের অভ্যন্তরীণ ফ্লাইটের ৫৫ শতাংশের বেশি এবং আন্তর্জাতিক ফ্লাইটের প্রায় ২০ শতাংশ চালু করার পরিকল্পনা করছে।