করোনা আক্রান্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসে আক্রান্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার (১২ জুন) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এই কথা জানান।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এর খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন এমন নতুন মায়েদের উচিত শিশুকে বুকের দুধ খাওয়ানো। এবং শিশুকে মার থেকে আলাদা করা উচিত নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমরা জানি বাচ্চারা তুলনামূলকভাবে করোনাভাইরাসে আক্রান্ত কম হয়। তাছাড়া মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকেও শিশুকে রক্ষা করে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা দেখেছেন বুকের দুধ খাওয়ানো বাচ্চারা করোনায় সংক্রামিত হওয়ার ঝুঁকি কম।
তিনি আরও বলেন, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো নতুন মা করোনাভাইরাসে আক্রান্ত হলেও শিশুকে বুকের দুধ খাওয়ান। এতে করে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন-স্বাস্থ্য ও গবেষণার সিনিয়র উপদেষ্টা অংশু ব্যানার্জী বলেন, এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোনো মায়ের বুকের দুধে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, সন্দেহজনক বা নিশ্চিত কোভিড-১৯ আক্রান্ত মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়াতে আমাদের উৎসাহিত করা উচিত এবং মা খুব অসুস্থ না হলে শিশুকে তার থেকে আলাদা করা উচিত নয়।