বিদেশি পর্যটকদের জন্য খুলছে দুবাই

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুবাই এয়ারপোর্ট, ছবি: সংগৃহীত

দুবাই এয়ারপোর্ট, ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা সোমবার থেকে দেশটিতে যেতে পারবেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দুবাই গণমাধ্যম বিভাগ রোববার বলেছে, দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে।

স্থানীয় নাগরিক ও বাসিন্দারা আগামী মঙ্গলবার (২৩ জুন) থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়। নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য দুবাই বিমানবন্দরগুলোতে বা বাইরে যাতায়াতকারীদের জন্য নতুন প্রোটোকল এবং শর্ত ঘোষণার পর এই ঘোষণা আসল।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্তগুলো ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ।

আরব আমিরাতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩০২ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪১৫ জন।