তুরস্কে প্লেন বিধ্বস্ত হয়ে ৭ সামরিক কর্মকর্তা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তুরস্কের প্লেন বিধ্বস্ত হয়ে ৭ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত সাত জনের মধ্যে প্লেনের দুই জন পাইলটও রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু বার্তা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘বান ফেরিত মেলান বিমানবন্দর’ থেকে প্লেনটি উড্ডয়ন করেছিল।

বিজ্ঞাপন

পরে রাত ১০টা ৩২ মিনিটে প্লেনটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়। এর ১৩ মিনিট পর থেকেই প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, প্লেনটি দুই হাজার ২০০ ফুট উচ্চ একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। নিহত সামরিক বাহিনীর ওই সাত কর্মকর্তাকে তুরস্কের বীর হিসেবে আখ্যা দেন তিনি।

বিজ্ঞাপন