করোনাকালেও উমরা পালন করেছেন প্রায় ৮ লাখ মুসল্লি

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পবিত্র কাবা চত্বরে নামাজ আদায় করছেন উমরা পালনকারীরা, ছবি: সংগৃহীত

পবিত্র কাবা চত্বরে নামাজ আদায় করছেন উমরা পালনকারীরা, ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে প্রায় সাত মাস বন্ধ থাকার পর ৪ অক্টোবর থেকে উমরা পালন ও মসজিদে হারামে নামাজ শুরু হয়।

বিভিন্ন ধাপ পেরিয়ে ১ নভেম্বর থেকে বিদেশি মুসল্লিরা উমরা এবং মসজিদে হারামে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন। তবে এ জন্য ‘ইতামারনা’ অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হয়।

বিজ্ঞাপন

হারামাইন সূত্রে জানা গেছে, উমরা পালন এবং মসজিদে হারামে নামাজ পড়ার জন্য ইতামারনা অ্যাপস চালুর পর থেকে এ পর্যন্ত ১৯ লাখ ২১ হাজার ৩৩৫ জন রেজিস্ট্রেশন করেছেন। তন্মধ্যে সৌদি আরবের নাগরিক ১১ লাখ ১০ হাজার ৬২৯ জন, প্রবাসী ৭ লাখ ১ হাজার ৫৪২ জন আর বিদেশি ৫০ হাজার জন।

তন্মধ্যে পুরুষ ১২ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এবং মহিলা ৬ লাখ ৫১ হাজার ৭৮৩ জন।

বিজ্ঞাপন

সর্বমোট পারমিট নিয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৩০৪ জন। তন্মধ্যে সৌদি নাগরিক ৭ লাখ ৭৬ হাজার ৮৫২ জন। প্রবাসী ও বিদেশি মিলিয়ে ১০ লাখ ৫৮ হাজার ৪৫২ জন। পুরুষ ১২ লাখ ২৮ হাজার ৭৫৯ জন, মহিলা ৬ লাখ ৬ হাজার ৫৪৫ জন।

জানা গেছে, এ পর্যন্ত উমরা পালন করেছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮ জন। আর মসজিদে হারামে নামাজ আদায় করেছেন ৮ লাখ ৪৬ হাজার ৮৩৬ জন।

মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ৫৩ হাজার ২৩১ জন পুরুষ এবং ২৯ হাজার ৯৬৪ জন মহিলা।

আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, মসজিদে হারামে মোট সক্ষমতার ৭৫ শতাংশ হাজি ও মুসল্লি উপস্থিত হয়েছেন।

করোনা পরিস্থিতির কারণে, মসজিদে হারাম পুরোপুরি উন্মুক্ত করার বিষয়ে নানা ধরনের পর্যবেক্ষণ চলছে। আশা করা হচ্ছে, সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে মসজিদে হারাম উন্মুক্ত করে দেওয়া হবে।