হজের টিকিটের মূল্য ২০ হাজার টাকা কমছে

  • ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ ফ্লাইটের টিকিটের মূল্য ২০ হাজার টাকা কমানোর একটি প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে হজের রিটার্ন টিকিটের মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা হতে পারে।

অন্তর্বর্তী সরকার এবারের হজ প্যাকেজের মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বিমানের এই নতুন ভাড়া নির্ধারিত হতে পারে। গত বছর এই টিকিটের মূল্য ছিল এক লাখ ৯৪ হাজার টাকা। আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে হজ অনুষ্ঠিত হতে পারে। এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। আগামী ১৩ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হজ সংক্রান্ত চুক্তি সই হবে।

বিজ্ঞাপন

গত ১ সেপ্টেম্বর থেকে হজ যাত্রীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে হজের জন্য দুই হাজার হজ যাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। বেসরকারিভাবে এ পর্যন্ত ৬৩ হাজারের বেশি হজ যাত্রী রেজিস্ট্রেশন করেছেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবারের হজ যাত্রা সাশ্রয়ী প্যাকেজে সম্পন্ন করতে প্রথম থেকেই উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ভ্যাট, বিমানবন্দর ব্যবহারের ফি, অন্যান্য খরচে ছাড় দেওয়া হলে এসব জায়গা থেকে হজ যাত্রীরা আরও ১০ হাজার টাকা ছাড় পেতে পারেন।

বিমানের টিকিটের মূল্য ও অন্যান্য খরচে ছাড় পেলে হজ যাত্রীরা এবার সব মিলিয়ে ৩০ হাজার টাকা কমে হজে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। গত বছর হজে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৯.৭৪ টাকা, এবার তা বেড়ে ৩২ টাকা হয়েছে। এজন্য সৌদি আরবে অন্যান্য যেসব খরচ রয়েছে তা প্রায় ২৪ হাজার টাকা বেড়ে যেতে পারে।

এবারের হজের খরচ কমাতে সরকার সমুদ্রপথে হজ যাত্রী পাঠানো যায় কিনা তা যাচাই করে দেখছে সরকার। এতে হজ ব্যয় ৪০ শতাংশ কমে যাবে।সমুদ্রপথে হজে যেতে প্রায় ১৬ দিন সময় লাগবে (যাওয়া-আসা)।

এদিকে হজে অনিয়মের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্বারোপ করেছে। সেই সাথে এবারের হজে হজ যাত্রীদের সাথে কর্মকর্তা-কর্মচারী বিনামূল্যে যাওয়ার যে নিয়ম চালু ছিল তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। ২০২৫ সালের হজে বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছে। আগামী ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন হবে। আর ৩০ অক্টোবর চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।