সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

  • ইসলাম ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুসল্লিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মুসল্লিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার (৮ নভেম্বর) লন্ডনের বেশকিছু মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ফেসবুক হ্যাক করা, গুজব, ষড়যন্ত্র-চক্রান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লন্ডন। পলাতক যুদ্ধাপরাধী ও একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতিবাজ লন্ডনে বসে অপকর্ম চালাচ্ছে। 

শুক্রবার লন্ডনের বেথনাল গ্রীনে বায়তুল আমান জামে মসজিদে জুম্মা’আর নামাজ এবং ফোর্ড স্কয়ার ডেভিনে লন্ডন ইসলামিক স্কুল ও মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। নামাজ শেষে বাংলাদেশের প্রকৃতি-দুর্যোগ মোকাবিলাসহ সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও লন্ডন প্রবাসী খ্যাতিমান ওলামা-মাশায়েখগণ এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলেমরা জানান, যুক্তরাজ্যে ৬ হাজার ৪৬৬টি রেজিস্ট্রার্ড মসজিদ রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

পরে ধর্ম প্রতিমন্ত্রী লন্ডনের বিভিন্ন হজ এজেন্সির কর্ণধারদের সঙ্গে মতবিনিময় শেষে এটিএন বাংলা ইউকে’তে “আলাপচারিতা” টক শোতে অংশ নেন।

লন্ডনে দিনব্যাপী নানা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি এবিএম আমিনুল্লাহ নূরী, সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের হজ কাউন্সিলর মো: মাকসুদুর রহমান ও ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন।