২০১৯ সালে উমরা পালন করেছেন ১ কোটি ৯০ লাখ

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাবা শরিফ, মক্কা, ছবি: সংগৃহীত

কাবা শরিফ, মক্কা, ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনার কারণে দুই মাসের বেশি সময় ধরে উমরা পালন বন্ধ রয়েছে। বিষয়টি কষ্টদায়ক উল্লেখ করে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর দ্য স্ট্যাটিসটিক্স ‘(জিএস্ট্যাট)’ এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালে উমরা পালন করেছেন ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ। এর উল্লেখযোগ্য অংশই গত রমজানে উমরা পালন করেছিলেন।

সংস্থাটি জানিয়েছে, মোট উমরা হজ পালনকারীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৩১ জন। এর মধ্যে বহির্বিশ্ব থেকে এসেছেন ৭৪ লাখ ৫৭ হাজার ৬৬৩ জন। হজ ও উমরা মন্ত্রণালয়ের পরিসংখ্যান উদ্ধৃত করে সংস্থাটি জানায়, সৌদি এবং নন সৌদিসহ হজযাত্রীদের সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ ৩৬৮ জন।

বিজ্ঞাপন

হজ ও উমরা পালনকারীদের ৪৫.৪ শতাংশ সৌদির নাগরিক এবং বাকী ৫৪.৬ শতাংশ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশের। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়েছে ৪.৬৩ শতাংশ। এর মধ্যে ২৭.৭৩ শতাংশ সৌদি আরবের নাগরিক।

গত বছর পবিত্র রমজান মাসে উমরা পালনকারীর সংখ্যা ছিলো সারা বছরে হজ পালনকারীর মোট সংখ্যার ৫৮.১০ শতাংশ।

বিজ্ঞাপন

হজ আদায়কারীদের মধ্যে ৬৪.৬২ শতাংশ পুরুষ এবং ৩৫.৩৮ শতাংশ মহিলা। হজযাত্রীদের অধিকাংশ ৩০ থেকে ৩৯ বছরের মাঝামাঝি বয়সী।

-সৌদি গ্যাজেট অবলম্বনে