কলকাতা জিপিও থেকে বিদ্রোহী শতবর্ষে বিশেষ স্ট্যাম্প প্রকাশ

  • মায়াবতী মৃন্ময়ী,  কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট,  বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলকাতা জিপিও থেকে বিদ্রোহী শতবর্ষে বিশেষ স্ট্যাম্প প্রকাশ

কলকাতা জিপিও থেকে বিদ্রোহী শতবর্ষে বিশেষ স্ট্যাম্প প্রকাশ

৩/৪-সি, তালতলা লেন- কলকাতায় বাড়িটিতে বসেই কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন তাঁর কালজয়ী কবিতা 'বিদ্রোহী'। ‘বিদ্রোহী’ কবিতাটি রচিত হয় ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।

মুজফ্‌ফর আহ্‌মদ 'কাজী নজরুল ইসলাম স্মৃতিকথায়' নিজেকে এই কবিতার প্রথম শ্রোতা হিসেবে উল্লেখ করেছেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী'তেই প্রথম ছাপা হয়েছিল 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতাটি কেবল অসাধারণ জনপ্রিয়তা পায়নি, একই কবিতা একাধিক পত্র-পত্রিকায় প্রকাশের দুর্লভ সৌভাগ্য অর্জন করে।

বিজ্ঞাপন

শুধুমাত্র তৎকালীন সময়েই নয়, শতবর্ষে দাঁড়িয়েও এই কবিতা সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়। বহু গুণীজন এই কবিতা সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেছেন।

বিদ্রোহী কবিতার শতবর্ষে ছায়ানট (কলকাতা) বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে। কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি বিশেষ ক্যালেন্ডার তৈরি করে ছায়ানট। 

ফিলাটেলিক ব্যুরো, কলকাতা জিপিও থেকে 'মাই স্ট্যাম্প' বিভাগে বিদ্রোহী কবিতার শতবর্ষে একটি বিশেষ স্ট্যাম্প প্রকাশ করে ছায়ানট (কলকাতা), যার মূল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক।