এএসআই পিয়ারুল হত্যায় মাদক ব্যবসায়ী রিমান্ডে
মাদকসেবির ছুরিকাঘাতে রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যার ঘটনায় পলাশ মিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল-মাহবুব এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি পলাশকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তভার পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, মহানগর পুলিশের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহতের ঘটনায় হত্যা ও মাদক আইনে আলাদা দুটি মামলা করে পুলিশ। মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি মাদকসেবি পলাশকে শনিবার শ্যোন এরেস্ট দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য করা হয়। এদিন মাদক মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, চলতে মাসের ২৬ সেপ্টেম্বর এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এসময় পলাশ এএসআই পিয়ালকে ছুরি দিয়ে গুরুতর আহত করে।
২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।