আত্মসমর্পণ করে জামিন পেলেন ব্যারিস্টার নাজমুল হুদা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এই জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গত অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহম্মেদ এ মামলায় চার্জশিট দাখিল করেন।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এসকে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।

বিজ্ঞাপন

হুদা অভিযোগ করেন, মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

দুদকের তদন্তে নাজমুল হুদা মামলাটি মিথ্যা প্রমাণিত হলে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।