সিরাজগঞ্জে অস্ত্র আইনে যুবকের ১৭ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র মামলায় জাহিদুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর দাস পাড়া গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। সে পলাতক রয়েছে।
বিশেষ ট্রাইব্যুনালের এপিপি নাজমুল হুদা মো. ইব্রাহীম খলিল ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা উল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জাহিদুল ইসলামের বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে র্যাব।
এই ঘটনায় র্যাবের ডিএডি দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে দুটি ধারায় জাহিদুল ইসলামকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।