মহানগর দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি শেষে সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মুচি শিবাস দাশ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হঠাৎ বিকট শব্দে আদালতের হাজতখানার পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আমি ভয়ে দৌড় দেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়ে তা আমি দেখতে পাইনি।

জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আইনজীবীদের উপস্থিতি ছিল। তার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক তৈরি হয়।

বিজ্ঞাপন