সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের জামিন হয়নি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশের কাজে বাধা সংক্রান্ত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সান ইফতেখারের আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৪ অক্টোবর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে র‍্যাব।

বিজ্ঞাপন

৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় ঢাকার সিএমএম আদালত।