কোটা আন্দোলনের প্রভাবে ফাঁকা ঢাকার নিম্ন আদালত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কোটা আন্দোলনের প্রভাব পড়েছে দেশের অন্যতম ব্যস্ত আদালত ঢাকার নিম্ন আদালতে।

আইনজীবী বিচার প্রার্থী ও আসামি সংখ্যা উল্লেখযোগ্য হারে কম। কোন মামলায় বাদি এসেছেন আসামি আসে নাই। আবার কোন মামলায় আসামি এসেছে বাদি আসেনি। ফলে বাদি সাক্ষী কিংবা আসামি না আসায় প্রায় সকল মামলায় সময়ের আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

সাধারণত সকাল ৯টা থেকে বেলা ১১টা অব্দি বেশি ব্যস্ত থাকে ঢাকার নিম্ন আদালত। কিন্তু বৃহস্পতিবার (১৮ জুলাই) এ সময় কোন ভিড় দেখা যায়নি।

ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে কিছুসংখ্যক আসামি আনা হলেও কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে কোন আসামি আনা হয়নি।

বিজ্ঞাপন

সাক্ষি বাদি কিংবা আসামির উপস্থিতিও কম। ফলে মামলার কার্যক্রম ব্যাহত হয়েছে।

ঢাকা মহানগর আদালতের হাজত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিক বার্তা২৪.কমকে বলেন, কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামিবাহী কোন প্রিজন ভ্যান আসেনি। তবে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মোট ৪৪ আসামিকে আদালতে আনা হয়েছে। ঢাকার সিএমএম আদালতেও একই অবস্থা।

আইনজীবী ওমর ফারুক জানান, আদালত খোলা থাকলে আইনজীবীদের আসতেই হয়। কিন্তু আজ আসামি বিচার প্রার্থী বাদি সবার উপস্থিতি উল্লেখযোগ্যহারে কম। ফলে আদালত একরকম ফাঁকা ফাঁকা লাগছে।

আদালতের আশেপাশের ঘুরে দেখা গেছে বেলা ১১টা পর্যন্ত আন্দোলনকারী রাস্তায় নামে নাই। রাস্তায় যানবাহনের উপস্থিতি খুবই কম। বাস বা বড় কোন যানবাহন দেখা যায় না। রিক্সা সিএনজিতে করে যাচ্ছেন যাত্রীরা।