কারফিউ শিথিলে কর্মচঞ্চল ঢাকার নিম্ন আদালত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

কারফিউ শিথিলে কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের অন্যতম ব্যস্ত আদালত ঢাকার নিম্ন আদালত।

বুধবার (২৪ জুলাই) সকাল থেকেই ঢাকার নিম্ন আদালতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভীড় আরও বেড়েছে। আইনজীবী, বিচার প্রার্থী ও আসামিদের আগমনে সরগরম হয়ে উঠেছে আদালত।

বিজ্ঞাপন

কোটা আন্দোলন, সহিংসতা ও কারফিউ এর কারনে প্রায় ৮ দিন পর আদালতে এ ব্যস্ততা দেখা যায়। এ ৮ দিন সিএমএম আদালত খোলা থাকলেও বিচারক, আইনজীবী, বিচার প্রার্থী ও আসামির উপস্থিতি তেমন দেখা যায়নি।

আইনজীবী জাহিদুর রহমান জানান, কোটা আন্দোলন, সহিংসতা ও কারফিউ এর মধ্যে প্রতিদিনই আদালতে এসেছি। এ কয়দিন আদালত একরকম ফাঁকাই ছিল। আইনজীবী কিংবা আসামির উপস্থিতি ছিল না। তবে আজ আদালতসমূহে অনেক ভীড়।

বিজ্ঞাপন

আইনজীবী আরিফুল ইসলাম জানান, আতঙ্কে তিনি এ কয়দিন আদালতে আসেননি। আজ কারফিউ শিথিল হওয়ায় তিনি আদালতে এসেছেন।

আদালত খুললেও নিরাপত্তার কারনে আদালতের প্রধান প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। পকেট গেইট দিয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। উল্লেখযোগ্য হারে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। তবে কাউকে নিরাপত্তা তল্লাশী করতে দেখা যায়নি।