রংপুরে রাতেই ৮ শিক্ষার্থীর জামিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। 

শুক্রবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টায় দিকে আদালতের আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে রাত সাড়ে ৮টায় রংপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এফ এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

তাদের সবার বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। এইচএসসি পরীক্ষা এবং বয়স বিবেচনা করে তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জামিনে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ডের ফারুক মিয়ার ছেলে আমির হামজা আমির, কামাল কাছনা এলাকার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব, বাবুখা এলাকার মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আশরতপুরের আব্দুল মালেকের ছেলে পাভেল মিয়া, হারাগাছ থানার নিউ জুম্মাপাড়ার বিটুল মিয়ার ছেলে আল মারজান, বেনুঘাট ময়নাকুঠির হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহাম্মেদ রফি, কাউনিয়া থানার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে সৌরভ মিয়া।

বিজ্ঞাপন

আমির হামজার বাবা ফারুক বলেন, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তা হলে আমি ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। সে এবার এইচএসসি পরীক্ষার্থী। তাকে যেন একেবারে মুক্তি দেওয়া হয়। 

আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বাবা মঞ্জিল হোসেন বলেন, সরকারের কাছে দাবি, ছেলেটার নামে যেন আর মামলা-মোকদ্দমা না দেয়।

এ বিষয়ে আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, রাতে কোর্ট বসে শিক্ষার্থীদের জামিন দিয়েছেন। এটি একটি নজিরবিহীন ঘটনা।