শুক্রবার সারাদেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুক্রবার সারাদেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

শুক্রবার সারাদেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন দেশের বিভিন্ন আদালত। 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (০২ আগস্ট) দেশের বিভিন্ন আদালতে তারা জামিন পান।

বিজ্ঞাপন

এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রামের ১৪, খুলনার ৬ জন ও রংপুর বিভাগে ৩ শিক্ষার্থী রয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার পরীক্ষার্থীদের কথা বিবেচনায় আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন বলে জানা গেছে।

এজন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেয়ার বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন বলেও জানা গেছে।

এ অবস্থায় শুক্রবার ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জন পরীক্ষার্থী জামিন পান। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয়, সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশনকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।