বিটিভি ভবনে নাশকতা: বিএনপি নেতা এ্যানি কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রাজধানীর রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামিরা হলেন, গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান।

শনিবার (৩ আগস্ট) বিকেলে সাতদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

বিজ্ঞাপন

আসামিপক্ষের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানিকে আটক করা হয়।

কোটা আন্দোলনের সময় ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার সময় বাংলাদেশ টেলিভিশনের ভেতরে থাকা সরকারি মালামাল ভাঙচুর, ক্ষতিসাধন ও অগ্নিসংযোগ করা হয়।

এজাহারে বলা হয়, “সরকারকে ক্ষমতাচ্যুত করতে পরিকল্পিতভাবে জামায়াত-শিবির এ হামলা চালায়।