বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডা. ফরহাদ হালিম ডোনার

ডা. ফরহাদ হালিম ডোনার

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ আগস্ট) বিকেলে আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সাইদ মিয়া।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন আসামি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে সেতু ভবনে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন। এসময় ৩২টি জিপ গাড়ি, ৯টি পিকআপ, ৭টি মাইক্রোবাস, একটি মিনিবাস, ৫টি মোটরসাইকেল, একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলে তা পুড়ে ভস্মীভূত হয়ে আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষতিসাধন হয়।

বিজ্ঞাপন