মুক্তি পেলেন পার্থ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত-১৫ এই জামিন মঞ্জুর করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এমরান হোসেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সেতু ভবনে হামলা হয়েছে। এই ঘটনায় রাজধানীর বনানী থানায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউলল ইসলামের করা মামলায় তাকে আসামি করা হয়। এরপর ২৪ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক হন আন্দালিব রহমান পার্থ।

গত ২৫ জুলাই আদালত এই পার্থের ৫দিন ও ৩০ জুলাই আরও ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন