সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এড় আগে সকাল সাড়ে দশটায় এ সভা হওয়ার কথা ছিল। জুম এর মাধ্যমে হওয়া এ সভায় দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আদালতের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণ সংযোগ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার আপিল বিভাগের সভা হচ্ছে না। কি কারণে এ সভা হচ্ছে না তা বিস্তারিত কিছু জানানো হয়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সুপ্রিম কোর্ট পরিচালনায় অচলাবস্থায় সৃষ্টি হয়। কয়েক দফায় সুপ্রিম কোর্ট চালু করার সিদ্ধান্ত নিয়েও পরবর্তীতে তা বাতিল করা হয়।