সাংবাদিক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী গাজীকে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গোলাম দস্তগীর গাজী

গোলাম দস্তগীর গাজী

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদকে হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ কারাগার থেকে গাজীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আজিজুল হক ভূঁইয়া তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

বিজ্ঞাপন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় তাকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

তারপর থেকে ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যা মামলায় তিনি রিমান্ডে আছেন।