ইসির সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে রাজধানীর পল্টন থানায় করা বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার এই আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশি থেকে তাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন