আশুলিয়ায় ফয়সাল কবির হত্যার ঘটনায় গ্রেফতার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

আশুলিয়ায় ফয়সাল কবির হত্যার ঘটনায় গ্রেফতার ৪

আশুলিয়ায় ফয়সাল কবির হত্যার ঘটনায় গ্রেফতার ৪

সাভারের আশুলিয়ায় গত শনিবার ফয়সাল কবির হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বেচপাতা এলাকার মো. মহিউদ্দিন ওরফে মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাও এলাকার শাহ আলম (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার আমবাগান কবরস্থান এলাকার রাহুল (৩০) ও একই এলাকার হাবীব (৩৪)।

সংবাদ সম্মেলনে মো. শাহীনুর কবির জানান, আশুলিয়ায় শহিদুল ও শরীফুল পক্ষের লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। গত শনিবার শরীফুলের লোকজন শহিদুলের লোকজনকে মারধর করে। এরপর শহিদুলের লোকজন শরীফুলকে মারার উদ্দেশ্য খুঁজছিলেন। সন্ধ্যার দিকে শহিদুল পক্ষের মো. মহিউদ্দিন, শাহ আলম, রাহুল ও হাবীব আশুলিয়ার গাজীরচট এলাকায় শরীফুল পক্ষের ফয়সালকে পেয়ে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করেন। আহত ফয়সালকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালন ও পরে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ফয়সালের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর গতকাল সোমবার মানিকগঞ্জ জেলার শিবালয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ১ টি চাপাতি, ২টি ছোরা ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।