৫ মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ৪ মন্ত্রীসহ ৯ জনকে
রাজধানীর ৩ থানার পৃথক ৫ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান, কনস্টেবল শোয়াইবুর রহমান।
অন্য মামলায় আগে থেকেই কারাগারে আটক সব আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
২০১৫ সালে খালেদা জিয়ার ওপর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমান, যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
এছাড়া পল্টন থানার রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ২৬ আগস্ট হাসানুল হক ইনু, ২২ আগস্ট রাশেদ খান মেনন ও ১৪ আগস্ট জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়।