ভণ্ড পীর মতিউর রহমানের তিন বছরের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় ঢাকার দোহারের ‘হজবাবা’ ভণ্ড পীর মতিউর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মতিউরের আট সহযোগীকেও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম মারুফ হোসেন চৌধুরী এ রায় দেন।

বিজ্ঞাপন

‘হজবাবা’ ভণ্ড পীর মতিউর রহমানের বিরুদ্ধে প্রতীকী কাবা শরীফ বানিয়ে টাকার বিনিময়ে হজ করানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।