পাঠ্যসূচিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’র অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রয়েছে এক গৌরবগাঁথা সংগ্রামী রাজনৈতিক ইতিহাস। বাংলাদেশের পটভূমি বা ভিত রচনায় তাঁর অবদান প্রতিটি স্তরে স্তরে গাঁথা রয়েছে। উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ এবং তাঁর জীবন পাঠ সংক্রান্ত আয়োজনে ঘাটতি রয়েছে।

নোটিশে প্রাপকদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।

বিজ্ঞাপন

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে গ্রন্থটি উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্য করার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক কয়েকজন উপাচার্যকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করার কথাও নোটিশে বলা হয়।

যদি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয়, তবে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।