ব্যানানা মিল্কশেক

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মিল্কশেকের জনপ্রিয়তা অন্যান্য পানীয়র তুলনায় কম তো নয়ই বরং কারো কাছে অনেক বেশি। আজ শেয়ার করব ভিন্ন স্বাদের আরেকটি মিল্কশেকের রেসিপি। কম সময়ে এবং কম উপাদানে বানানো যায় পুষ্টিকরও স্বাদে অনন্য এই মিল্কশেক।

মিল্কশেকের জন্য যা যা লাগবে

কলা

বিজ্ঞাপন

দুধ

কাজুবাদাম

বিজ্ঞাপন

পেস্তাবাদাম

হানি

এলাচ পাউডার

আইস কিউব

কিশমিশ

কফি

ডেকোরেটেড সুগার

যেভাবে তৈরি করবেন

একটি ব্লেন্ডিং জারে দিয়ে দিন টুকরো করে কাটা দুটি কলা। এরপর দিন ক্র্যাশ করা অথবা ভিজিয়ে রাখা কাজুবাদাম। দিয়ে দিন দুই পিস আইস কিউব এবং চার চামচের হানি। আর দিন সামান্য এলাচ পাউডার এবং দেড় কাপ ঘন তরল দুধ।

এবারে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে যাবে ব্যানানা মিল্কশেক। স্বাদের মাত্রা বাড়াতে দিয়ে দিন কিছু ক্র্যাশ্ড পেস্তাবাদাম। আর দৃষ্টিনন্দন করতে দিন কয়েক দানা কফি আর দুটি কিশমিশ এবং ডেকোরেটেড সুগার।

ইফতারির টেবিল বা ক্লান্ত দেহে ব্যানানা মিল্কশেক হতে পারে ভিশন উপাদেয় পানীয়।