করোনাকালীন শপিংয়ে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দোকানে বা শপিংয়ে এমন সময়ে যেতে হবে যখন ভিড় কম থাকে। ছবি: সংগৃহীত

দোকানে বা শপিংয়ে এমন সময়ে যেতে হবে যখন ভিড় কম থাকে। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে সর্বত্ত লকডাউন দিয়েছে সরকার। তবে দোকানপাট ও শপিংমল খোলা রয়েছে। অনেকই বাইরে যাচ্ছেন শপিং করতে বা গ্রোসারির জিনিস কিনতে। বাইরে যাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। যাতে দোকানে গিয়ে সংক্রমিত না হতে হয়। অনলাইন কেনাকাটা করা যদি সম্ভব না হয়, তবে এই বিধি-নিষেধ মেনে চলতে হবে।

বাইরে বের হলে যেসব বিষয়ে সর্তক থাকতে হবে—

বাজার বা শপিংমলের ভিড়ের মধ্যে সংক্রমন বেশি ছড়াচ্ছে। ফলে দোকানে যাওয়ার আগে খেয়াল রাখুন কয়েকটা বিষয়ে। দোকানে বা শপিংয়ে এমন সময়ে যেতে হবে যখন ভিড় কম থাকে।

বিজ্ঞাপন

এলাকাভিত্তিক কোনও নিয়ম থাকলে, বেরোনোর আগে খোঁজ নিয়ে বের হন।

বেরোনোর সময়ে মাস্ক আর স্যানিটাইজার নিতে ভুলবেন না। কোনো কিছু ধরার আগে এবং পরে হাত স্যানিটাইজ করে নেয়া জরুরি।

বিজ্ঞাপন

বেশি সময় বাইরে বা দোকানপাটে থাকবেন না। দোকানে যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা সাথে রাখুন। যত কম সময় বাইরে থাকা যায় ততই ভালো।

বাইরে গিয়ে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখুন অন্যদের সঙ্গে।