বর্ষাকালের রোগবালাই

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বর্ষায় ভাইরাস ফিভারের প্রকোপ সবচেয়ে বেশি হয়। ছবি: সংগৃহীত

বর্ষায় ভাইরাস ফিভারের প্রকোপ সবচেয়ে বেশি হয়। ছবি: সংগৃহীত

গ্রীষ্মের রুক্ষ খরতাপে সবার প্রাণ-মন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই আগমন ঘটে বর্ষার। আর তাইতো ভোর, সাঁঝ কিংবা গভীর নিশি নেই, অঝোর বারিধারায় কেবলই বর্ষণের ধ্বনি। তবে অনিন্দ্যসুন্দর এই বর্ষার আগাম বৃষ্টি, অতিবৃষ্টি ইত্যাদিতে নাজেহাল হয়ে যায় দেশের জনগণ।

অতি বৃষ্টির অন্যান্য অসুবিধার সঙ্গে প্রায় অনুষঙ্গ হয়ে আসে নানা রকমের রোগবালাই। আর এসব রোগব্যাধির সাথে সাথে রয়েছে করোনাভাইরাস। অতি বৃষ্টির প্রকোপে নতুন আক্রান্তদের সংখ্যা বাড়ার সাথে সাথে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে তাদের রোগ আরো জটিল আকার ধারণ করে। তাই বৃষ্টি যতই উপভোগ করুন, বর্ষায় রোগের হাত থেকে সাবধান থাকতেই হবে।

বিজ্ঞাপন

ম্যালেরিয়া

বর্ষায় সবচেয়ে বেশি যে রোগ দেখা যায় তা হল ম্যালেরিয়া। বর্ষার জমা পানি থেকে মশাবাহিত রোগ ম্যালেরিয়া, বাচ্চা থেকে বড় সকলেরই হতে পারে। এই ম্যালেরিয়ায় যদি ম্যালিগন্যান্ট হয়ে যায় তা থেকে মৃত্যুও হতে পারে।

ডেঙ্গু

ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ডেঙ্গু। বেশ কয়েক বছর ধরে বর্ষার শুরু থেকেই এই রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। মশাবাহিত এই ভাইরাসজনিত রোগটি অতিরিক্ত জ্বর, গায়ে ব্যথা, দুর্বলতা, র্যাশ এর মতো বড় সমস্যা ডেকে আনতে পারে।

ডায়রিয়া

বর্ষায় বাইরের খাবার যত কম খাওয়া যায় ততই ভাল। বাইরের খোলা খাবার, অপরিশোধিত পানি থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। শিশুদের ডায়রিয়া থেকে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

চিকুনগুনিয়া

সংক্রমিত অ্যাডিস অ্যালবোপিকটাস মশার কামড়ে চিকুনগুনিয়া হয়। বর্ষার জমা পানিতে এই মশা ডিম পাড়ে ও দিনের আলোয় কামড়ায়।

টাইফয়েড

সালমোনেলা টাইফোসা ভাইরাসের প্রকোপ বর্ষা কালে খুব বেড়ে যায়। অপরিশোধিত ও অপরিচ্ছন্ন পানি থেকে টাইফয়েডের সংক্রমণ ছড়ায়। দীর্ঘ সময় তাপমাত্রা না নামলে টাইফয়েড থেকে হয়ে যেতে পারে বড়সড় ক্ষতি।

ভাইরাস ফিভার

যে কোনো মৌসুমেই ভাইরাস ফিভার হতে পারে। তবে বর্ষায় ভাইরাস ফিভারের প্রকোপ সবচেয়ে বেশি হয়। জ্বর, গায়ে ব্যথা, দুর্বলতার সঙ্গে এই জ্বর ৩-৭ দিন পর্যন্ত স্থায়ী হয়।

ইনফেকশন

বর্ষায় রাস্তার খোলা খাবার থেকে গ্যাস্ট্রোএন্টারাইটিস বা পেটের ইনফেকশনের সমস্যা খুব বেশি হয়ে থাকে। এছাড়াও রাস্তায় কিংবা ফুটপাতে জমা পানি থেকে হাত, পায়ে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে।