ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে গ্যাস!
ছবি: সংগৃহীত
পেটের রোগের বড় একটি কারণ পাকস্থলি পরিষ্কার না হওয়া। নিয়মিত পেট পরিষ্কার করতে অনেকেই ওষুধের উপর ভরসা করেন। তবে ওষুধের পাশাপাশি ঘরোয়া কিছু টোটকাতেও কিন্তু অন্ত্র এবং পাকস্থলী পরিষ্কার করা যায়।
জোয়ান ভেজানো পানি
গ্যাস, বুকজ্বালার মতো সমস্যা দূর করতে জোয়ান অত্যন্ত উপকারী। পেট ফাঁপার সমস্যাতেও দারুণ কাজ দেয় জোয়ান ভেজানো পানি। পাকস্থলি পরিষ্কার করতেও জোয়ান ভেজানো পানি দারুণ কাজে দেয়।
জিরা ভেজানো পানি
হজম সংক্রান্ত যে কোনও সমস্যা নিমেষে দূর করতে জিরা ভেজানো পানি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। গরমে পেট ফাঁপার সমস্যা হলেও দারুণ কাজ দেয় এই পানীয়।
মধু এবং লেবুর রস
কুসুম গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এই পানীয় শুধু মেদ ঝরাতে নয়, হজম সংক্রান্ত নানা রকম সমস্যা দূর করতেও সাহায্য করে। পুষ্টিবিদরা বলছেন, নিয়মিত এই পানীয় খেলে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
অ্যালোভেরা
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ফাইবার সমৃদ্ধ অ্যালোভেরার জুস অত্যন্ত কার্যকর। তবে পুষ্টিবিদেরা বলছেন, উপকারী হলেও এই জুস খুব বেশি না খাওয়াই ভালো। না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
ফাইবার সমৃদ্ধ খাবার
হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে ফাইবারযুক্ত খাবার খেতে পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফাইবার পেটের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পাকস্থলি পরিষ্কার করতেও সাহায্য করে।