বড়দিনের শুভেচ্ছা বার্তা
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আজ সবচেয়ে বিশেষ দিন। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আনন্দ আয়োজনে মেতে ওঠে পুরো বিশ্ব। পরস্পর কুশল বিনিময়, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, উপহার আদান-প্রদান, আলোকসজ্জা ও খাওয়া-দাওয়ার আয়োজন করার মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়। ছোট-বড় সকলেই একে অপরের সাথে নানারকম মধুর বার্তার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ দিনে বিশেষ মানুষদের জন্য প্রয়োজন, বিশেষ কিছু শুভেচ্ছা বার্তা। যা তাদের স্পেশাল অনুভব করাবে।
এছাড়া তাদের প্রতি আপনার অনুরাগও প্রকাশ পাবে। জেনে নিন বড়দিনে প্রিয়জনদের জন্য বিশেষ কিছু শুভেচ্ছা বার্তা:
১. এই বছর ক্রিসমাসের উপহার হিসেবে আমি তোমাকে আশা করি। সকল আনন্দ ও খুশি কেবলে তোমার হোক।
২. ক্রিসমাসের চেতনা তোমার পরিবারকে হাসি ও ভালোবাসায় পরিপূর্ণ করে তুলুক।
৩. বড়দিনের চেতনা তোমার হৃদয়ে স্পর্শ করুক। তোমার চলার পথ আলোয় ভরে উঠুক। বিশেষ এই সময়গুলো সুচেতনা ও উজ্জলতায় কাটুক। বড়দিন ও নতুন বছরের অনেক শুভেচ্ছা।
৪. হো হো হো! পরিবার ও বন্ধুদের সাথে তোমার অনেক সুন্দর সময় কাটুক। বড়দিনে আনন্দঘন ও সুন্দর মুহূর্তের সাক্ষী হও।
৫. এবছর বড়দিনে যিশু আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ করুন। আমাদের জীবনের পথে আলোর দর্শনের জন্য আমরা আপনার প্রশংসা করি। শুভ বড়দিন!
৬. ভালোবাসার উপহার,শান্তির উপহার, সুখের উপহার- বড়দিনে এই সব উপহার তোমার হোক। মেরি ক্রিসমাস, প্রিয় বন্ধু।
৭. পৃথিবীর যা কিছু সুন্দর, অর্থপূর্ণ এবং যা তোমাকে খুশি প্রদান করে, নতুন বছরে তার সবকিছুই তোমার হোক। বড়দিনের অনেক শুভেচ্ছা।
৮. আশা করি, তোমার হৃদয় ও বাড়ির সর্বত্র ক্রিসমাসের জাদু ছড়িয়ে যাক। আজীবন কেবল সুখে থাকো।
৯. শুধু আনুষ্ঠানিকতায় নয়, যেকোনো সময় তুমি আমাকে আলিঙ্গন করতে পারো। কারণ, এবছর ও প্রতিবছরের জন্য তুমি আমার সেরা উপহার হয়ে থাকবে। মেরি ক্রিসমাস, প্রিয়।
তথ্যসূত্র: এনডি-টিভি