আজ ভালোবাসা সপ্তাহের ‘আলিঙ্গন দিবস’

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলিঙ্গন / ছবি:পিক্সাবে

আলিঙ্গন / ছবি:পিক্সাবে

ভালোবাসা, বিশ্বাস, আস্থা, প্রেরণা, সমর্থন- এসব অনুভূতির বাহ্যিক রূপ হলো আলিঙ্গন। সুখ-দুঃখ বা যেকোনো অনুভূতি গভীরভাবে প্রকাশ করতে মানুষ একে অপরকে জড়িয়ে ধরে। আলিঙ্গন শুধু এক শরীরের সাথে আরেক শরীরের সংযোগ নয়। এটি এমন এক সংস্পর্শ, যা শুধু শরীরে সীমাবদ্ধ নয়। এর অনুভতি ছড়িয়ে যায় অন্তরআত্মা অবধি। আলিঙ্গন অন্তরের সাথে অন্তরের স্পর্শ, হৃদয়ের সাথে হৃদয়ের যোগবন্ধনের পদ্ধতি!

বিজ্ঞাপন

ভালোবাসা সপ্তাহের ৬ষ্ঠ দিন আজ। প্রতিবছর ১২ ফেব্রুয়ারি সারাবিশ্বে পালন করা হয়, আলিঙ্গন দিবস। ভালোবাসা প্রকাশের সর্বোত্তম অনুভূতিকে উদযাপন করা হয় আজ। এই দিনে কাছের মানুষদের জড়িয়ে ধরে সবাই ভালোবাসা প্রকাশ করে। একজনের সাথে আরেকজন শুভেচ্ছা বিনিময় করে। এভাবেই এই বিশেষ দিনটি বিশ্বব্যাপী উদযাপন করা হয়। জড়িয়ে ধরা ভালো-লাগার অনুভূতিকে তরান্বিত করতে পারে।     

বিজ্ঞাপন

প্রথমবার যখন শিশু ভূমিষ্ঠ হয়, শেষবার যখন আমরা প্রিয় মানুষ বা প্রাণীদের বিদায় দেই, যখন জীবনে বড় কোনো সাফল্য আসে, অথবা যখন আমরা হতাশায় ডুবে যাই- যেকোনো অনুভূতি প্রকাশ করতেই আমরা কাছের কাউকে জরিয়ে ধরি। পরিবার, বন্ধু বা পেছন্দের মানুষকে এটি ভালোবাসা প্রকাশের এক স্বর্গীয় মাধ্যম।  

   

বিশেষজ্ঞদের মতে, মানুষের শারীরিক স্পর্শ আমাদের দুশ্চিন্তাকে দূর করতে সাহায্য করে। যখন আমরা বিশ্বস্ত কারো সংস্পর্শে থাকি, তা আমাদের সুরক্ষিত থাকার অনুভূতি প্রদান করে। তাই, আলিঙ্গনও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রায় সময় অনেক অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তখন অনুভূতির গভীরতা ভারী হতে থাকলে দেখা যায়, তার ভার বহন করা কষ্টকর হয় যাচ্ছে। সেই অসহনীয় মানসিক যন্ত্রণা কিছুটা লাঘব করতে পারে-জড়িয়ে ধরা।