কীভাবে পরিষ্কার করবেন মেকআপ ব্রাশ?
মেকআপের অন্যতম প্রধান একটি অনুষঙ্গ হলো মেকআপ ব্রাশ।
ফাউন্ডেশন ব্লেন্ড করা, আইশ্যাডো দেওয়া, হাইলাইটার দেওয়া, কন্ট্যুর করার জন্যেও প্রয়োজন হয় একটি পারফেক্ট ব্রাশের।
কিন্তু কয়েকবার ব্যবহারের পরেই ময়লা ও ব্যবহারের অযোগ্য হয়ে যায় ব্রাশটি। মেকআপের অবশিষ্টাংশ লেগে থাকা ব্রাশ ব্যবহারে মেকআপও ভালোভাবে করা সম্ভব হয় না।
ব্রাশ ময়লা হলে পরিষ্কার করে নিতে হবে। এ তো সহজ হিসাব। কিন্তু মেকআপ ব্রাশগুলো পানি ও সাবান দিয়ে পরিষ্কার করতে চাইলেও সম্পূর্ণ ও ভালোভাবে পরিষ্কার হয় না। এখনকার সময়ের বেশিরভাগ মেকআপ পণ্য ওয়াটারপ্রুফ ও ম্যাট হওয়ায় পানিতে ব্রাশ পরিষ্কার হয় না।
সেক্ষেত্রে মেকআপ ব্রাশ পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করতে পানি ও সাবানের সাথে ব্যবহার করতে হবে বাড়তি একটি জিনিস। সেটা হলো স্টিলের চায়ের ছাঁকনি।
প্রথমে ছাঁকনির উপরে ব্রাশ ধরে তার উপরে লিকুইড সাবান দিয়ে কলের পানির নিচে নিয়ে জোরে জোরে ছাঁকনিতে ঘষতে হবে।
দেখা যাবে যে ছাঁকনিতে ঘষার ফলে ব্রাশে লেগে থাকা মেকআপের অংশ গলে বের হয়ে যাচ্ছে। প্রয়োজনে আরও কয়েকবার লিকুইড সাবান নিতে হবে।
যখন ব্রাশ থেকে শুধু সাদা ফেনা বের হবে তখন ছাঁকনি সরিয়ে পানিতে ব্রাশ ধুয়ে নিতে হবে।
এভাবে ধোয়ার ফলে খুব সহজেই যেকোন ধরনের মেকআপ ব্রাশ পরিষ্কার করে নেওয়া যাবে খুব সহজেই। ব্রাশে অযাচিত মেকআপের অংশ বিশেষ লেগে থাকবে না।
পাশাপাশি আরও জেনে রাখুন মেকআপ ব্রাশ শুকানোর সহজ উপায়টিও। ব্রাশের পানি ঝরিয়ে নিয়ে হেয়ার ড্রায়ারের সাহায্যে ব্রাশ শুকিয়ে নিতে হবে। এতে করে ব্রাশ দ্রুত শুকাবে এবং ঝরঝরে হয়ে যাবে।
আরও পড়ুন: কতক্ষণ দাঁত ব্রাশ করা প্রয়োজন?
আরও পড়ুন: সানস্ক্রিনের সাত-পাঁচ তথ্য