কালীগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ৮০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার চিড়ারমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ ৪ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে কাকিনা বাজার থেকে ওই বৃদ্ধ ভুল্লারহাট নামক স্থানে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর ওই এলাকায় পৌঁছালে অটোরিকশাটি মহাসড়কের গর্তে পড়ে উল্টে যায়। এ সময় ওই অজ্ঞাত বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া শিশুসহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।