'দেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা'

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, 'নব নির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য'।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নব নির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'দেশকে পিছিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। প্রকৌশলীরা সৎ চেতনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে দেশের উন্নয়নে বিপ্লব ঘটবে'।

মন্ত্রী নব নির্মিত ১৪ তলা ভবনটির অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস হলরুম, ক্যাফেটেরিয়া ও অন্যান্য কক্ষসমূহ ঘুরে ঘুরে দেখেন। গণপূর্ত বিভাগের সহায়তায় এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২২২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

এসময় মন্ত্রী ভবনটির অনন্য স্থাপত্যশৈলী দেখে সকলের প্রশংসা করেন। পরিদর্শনকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মনজুর রহমানসহ গণপূর্ত ও স্থাপত্য অধিদফতরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।