নাটোরে খাদ্য অধিদপ্তরের ১০০ বস্তা গম উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার করা গম।

উদ্ধার করা গম।

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতজামাই কোরবান আলীর বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের ১০০ বস্তা গম উদ্ধার করেছে পুলিশ। গমের পরিমাণ ৬ টন ১৮৪ কেজি ও গম ভর্তি একেকটি বস্তার ওজন ৫০ কেজি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে মাঝদিঘা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নাটোর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে তোফাজ্জল হোসেনের নাতজামাই কোরবান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১শ বস্তা গম পাওয়া যায়।

কোরবান আলী পুলিশের কাছে স্বীকার করেছেন, গমগুলো চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের। চেয়ারম্যান তোফাজ্জল মাস দেড়েক আগে গমগুলো তার বাড়িতে রেখে যান।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, খাদ্য বিভাগের গম কীভাবে ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত জিম্মায় রাখলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।