ওসি প্রদীপ-এসআই লিয়াকত আলীসহ ৯ আসামি আদালতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওসি প্রদীপ (বামে) ও এসআই লিয়াকত/ছবি: সংগৃহীত

ওসি প্রদীপ (বামে) ও এসআই লিয়াকত/ছবি: সংগৃহীত

পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় হত্যা মামলার ৯ আসামি আত্মসমর্পণ করার জন্য কক্সবাজার জেলা আদালতে হাজির হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করবেন তারা।

বিজ্ঞাপন

মেজর সিনহা হত্যা মামলায় বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ এস আই লিয়াকত হোসনকে ১ নম্বর ও প্রত্যাহারকৃত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বরসহ মোট ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়। তারা সবাই আত্মসমর্পণ করবেন।

তারা গত ২ আগস্ট থেকে (ওসি প্রদীপ ব্যতীত) কক্সবাজার পুলিশ লাইন্সে ছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে দুপুরে চট্টগ্রামের দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে থেকে প্রদীপ কুমার দাশকে গ্রেফতার করে সিএমপি পুলিশ। গ্রেফতার পর তাকে কক্সবাজার আদালতে নিয়ে আসা হয়। তিনিও সেখানে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। একইভাবে তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা মামলা হয়। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থানায় মামলাটি রজু করা হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ। আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মেজর সিনহা হত্যাকাণ্ড, ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক মেজর সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

টেকনাফ থানার ওসি প্রদীপ প্রত্যাহার

ওসি প্রদীপ কুমার দাশ চট্রগ্রাম থেকে গ্রেফতার