বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত।
বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি পেট্টাপোল চেকপোস্টে বিএসএফ কর্তৃক অনিয়ম করে অস্থায়ী টিন সেড ঘর নির্মাণ, সীমান্ত পথে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয় ।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, খুলনা সেক্টর জিটু মেজর সৈয়দ সোহেল আহমেদ, ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম। আর ভারতের পক্ষে ছিলেন ১৭৯ বিএসএফের অধিনায়ক শ্রী অনিল কুমার ঠাকুর।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের বৈঠকের ফলে সীমান্ত পথে পাচার কার্যক্রম যেমন কমে আসবে তেমনি দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে।