আজিজুর রহমানের মৃত্যুতে ড. আব্দুস শহীদের শোক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য, সদ্য স্বাধীনতা পদকে ভূষিত আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শোক বার্তায় তিনি বলেন, আজিজুর রহমান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কারী, গণপরিষদ সদস্য, , জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক হুইপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান ‌মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মানব ও সমাজ কল্যাণে তিনি তার জীবন-যৌবন উৎসর্গ করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সর্বজন শ্রদ্ধেয়, প্রবীণ মুরব্বী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সবার প্রিয় আজিজ ভাই হিসেবে পরিচিত ছিলেন। জাতি একজন সূর্য সন্তানকে হারালো। এ সময় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।